যশোর শহরে মাস্ক পরে না আসায় সাতজনকে জরিমানা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Thursday, January 20, 2022

যশোর শহরে মাস্ক পরে না আসায় সাতজনকে জরিমানা

 




যশোর শহরে মাস্ক পরে না আসায় সাতজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের রেলরোড, রেলস্টেশন,জজকোর্ট এলাকায় এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদ ও মেহরাজ শারবিন। কেএম মামুনুর রশিদ দু’জনকে দুশ’ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবিন পাঁচজনকে আটশ’ টাকা জরিমানা আদায় করেন। এ সময় মাস্ক বিতরণ করা হয়। একইসাথে মাস্ক না পরা মানুষকে সতর্ক করেন তারা। 


No comments:

Post a Comment

Post Bottom Ad