যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৪ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Thursday, May 1, 2025

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৪



যশোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অস্ত্র মাদক জাল নোটসহ ৪জন আটক হয়েছে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের হাসানুর রহমান রিংকু, চুড়ামনকাঠির আবুল হাসান, কচুয়া ঘাটকান্দা গ্রামের আমিনুর রহমান ও খোজারহাট বিজয়নগরের মাসুদ রানা।

বুধবার দুপুর ২টা থেকে চলে এ যৌথ অভিযান। অভিযানে ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের বিভিন্ন স্পট থেকে চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও জাল টাকা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামে যৌথ অভিযান চালান। এসময় ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নয়টি দেশীয় অস্ত্র, ২০০ পিস ইয়াবা ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad