রাজশাহীতে শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি যশোরে গ্রেফতার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Tuesday, May 6, 2025

রাজশাহীতে শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি যশোরে গ্রেফতার


 

রাজশাহীতে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মারুফকে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৫ মে) দুপুর ১২টায় যশোরের রূপদিয়া এলাকা থেকে র‍্যাব-৬ যশোর এবং র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ রাজশাহী কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল রাজশাহী থেকে কৌশলে অপহরণ করা হয় ওই শিক্ষার্থীকে।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মারুফ দীর্ঘদিন ধরে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে সাড়া না দিলে মারুফ একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে। পরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান অবস্থায় যশোরে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে।

ভিকটিমের পরিবার ৮ এপ্রিল তাকে উদ্ধার করে রাজশাহীতে নিয়ে আসে। এরপর ৯ এপ্রিল শাহ মখদুম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর র‍্যাব প্রযুক্তির সহায়তায় মারুফের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

No comments:

Post a Comment

Post Bottom Ad