আজ (শনিবার) দুপুর ১২টা ৪৫ মিনিটে শার্শা থানার এসআই (নিঃ) আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে শুভ ঘোষকে আটক করে। তার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শার্শা থানা পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। স্বর্ণের বারগুলো ভারত থেকে বাংলাদেশে অথবা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণপাচার রোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment