রেলগেট মুজিব সড়ক এলাকায় সাদী হত্যা মামলায় চার সহযোগী গ্রেফতার করেছে ডিবি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Tuesday, May 6, 2025

রেলগেট মুজিব সড়ক এলাকায় সাদী হত্যা মামলায় চার সহযোগী গ্রেফতার করেছে ডিবি

 


যশোর: যশোর শহরের রেলগেট মুজিব সড়ক এলাকায় মীর সামির সাকিব সাদী হত্যার ঘটনায় জড়িত চার সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। হত্যাকাণ্ডের ৪৯ দিন পর টানা অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা হলেন—মোঃ তুহিন মোল্ল্যা (৩৫), মোঃ সাইফুল ইসলাম অভি (২৫), মোঃ বিপ্লব হোসেন (২২) এবং মোঃ তানভীর রহমান (২১)। তারা সবাই পেশাদার অপরাধী এবং মাদক অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

গত ১৭ মার্চ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে সাদীকে তার নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। মূল অভিযুক্ত ট্যাটু সুমন মেহেদী হাসান অনিকসহ আরও ৫–জন পরিকল্পিতভাবে এই হামলা চালায়। মারাত্মক জখমের পর হামলাকারীরা সাদীকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা সাদীকে হাসপাতালে নিলে পরদিন রাতে তার মৃত্যু হয়।

ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৫৯, তারিখ-১৯/০৩/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।

জেলা পুলিশ সুপার মামলাটি দ্রুত উদঘাটনের নির্দেশ দিলে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজীব এবং তার টিম গোপন তথ্যের ভিত্তিতে পুলেরহাট, রায়পাড়া, মুড়লী, শংকরপুরসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্যাটু সুমন মেহেদীকে হত্যাকাণ্ডে সহযোগিতা করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা:

  • তুহিন মোল্ল্যা: হত্যা মাদকসহ ১৯টি মামলা

  • সাইফুল ইসলাম অভি: ১টি মামলা

  • বিপ্লব হোসেন: হত্যা মামলাসহ ৩টি মামলা

  • তানভীর রহমান: বিস্ফোরকসহ ২টি মামলা

তারা সবাই শহরের শীর্ষ সন্ত্রাসী ‘ম্যানসেল’ চক্রের সহযোগী বলে পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

No comments:

Post a Comment

Post Bottom Ad