যশোরে শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে আইইডিসিআর প্রতিনিধি দল - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Friday, May 2, 2025

যশোরে শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে আইইডিসিআর প্রতিনিধি দল

 


যশোরে এক শিশুর শরীরে বার্ড ফ্লু সংক্রমণ হয়েছে-এমন সন্দেহ থেকে আইইডিসিআরের একটি বিশেষজ্ঞ দল পরীক্ষার জন্য যশোরে এসেছেন। বৃহস্পতিবার (১ মে) বিকেলে আসা পাঁচ সদস্য বিশিষ্ট ওই দলের সদস্যদের মধ্যে একজন টিম লিডার ছাড়াও রয়েছেন একজন মেডিকেল অফিসার, একজন টেকনিশিয়ান ও একজন প্রাণিসম্পদ কর্মকর্তা।

 

তারা শুক্রবার (২ মে) থেকে কাজ শুরু করছেন বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল।

 

তারা জানান, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে আট বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শিশুটি শ্বাসকষ্ট, জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিল।


উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) জানায়। তার ভিত্তিতে আইইডিসিআর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম গঠন করে পরীক্ষার উদ্যোগ নিয়েছে।

 

টিমের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে যশোর এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ও ডেপুটি সিভিল সার্জন। এ টিম নিজেদের মতো করে কাজ করবেন বলেও জানান তারা।  

 

তারা জানান, এ টিমের পক্ষ থেকে ওই শিশুর শরীর থেকে রক্ত ও নমুনা সংগ্রহ করা হবে। একই সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তা স্থানীয় পোল্ট্রি ফার্ম ও পারিপার্শ্বিক বিষয়গুলো পরীক্ষা ও পর্যবেক্ষণ করবেন।

 

নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার পর প্রতিবেদন জানা যাবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, এটি এখনো সন্দেহের পর্যায়ে আছে। সে কারণে শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, সে কারণে সুনিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক না। এতে অহেতুক এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। প্রাণিসম্পদের ক্ষতি হতে পারে।

No comments:

Post a Comment

Post Bottom Ad