মণিরামপুরে ছাত্রলীগ সেক্রেটারির চেষ্টায় সমাধান হলো ১০০ কৃষকের পানি সেচের সমস্যা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Tuesday, April 4, 2023

মণিরামপুরে ছাত্রলীগ সেক্রেটারির চেষ্টায় সমাধান হলো ১০০ কৃষকের পানি সেচের সমস্যা

 


মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ বুধবার দিবাগত রাত ৩ টা ২১ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট শেয়ার করেন।

ফেসবুক থেকে সংগৃহীত পোস্টটি নিচে দেওয়া হলো -

"বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরপুত্র  মারুফ হোসেন ভাইয়ের বাসায় দাওয়াতে যেয়ে কথাপ্রসঙ্গে ভাই বললেন তার গভীর নলকূপের পানির স্তর অনেক নিচে হওয়ার কারণে সেচ কার্যক্রম বন্ধ হয়েগেছে ১০০ জন কৃষকের ধানে সেচ দিতে পারছেন না গভীর নলকূপে পানি উঠচ্ছে না বন্ধ রয়েছে ।  সোনার পর আমি মারুফ ভাই কে বললাম গভীর নলকূপ টি  কোথায় আমি একটু চেষ্টা করে দেখতে পারি ,? ভাই বললো ঠিক আছে চলো, ভাই কে একটা লুঙ্গি একটা গামছা সাথে  নিতে বললাম তখন রাত্রি ২.৩০ কাজে লেগে গেলাম সর্বশেষ পানি উঠাতে সক্ষম হলাম, মারুফ ভাই অবাক হইলেন আমি বললাম অবাক হবার কিছু নাই আমিও কৃষক পরিবারের সন্তান, মারুফ ভাইয়ের সমস্যা সমাধান করতে পেরে আমিও অনেক খুশি হলাম।"



এছাড়াও তিনি বলেন, "ধৈর্য আর পরিশ্রম কখনো বিফলে যায় না, সফলতা এক সময় আসবেই।"

সোস্যাল মিডিয়া পোস্টটি ছড়িয়ে পড়ার পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এমন মাণবিক কাজে  নেটিজেনদের দ্বারা প্রশংসিত বেশ হন।

No comments:

Post a Comment

Post Bottom Ad