যশোর বিমান বন্দর বাইপাস সড়কে দুই ভাইকে মারপিট ছিনতাইয়ের ঘটনায় মামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Sunday, January 14, 2024

যশোর বিমান বন্দর বাইপাস সড়কে দুই ভাইকে মারপিট ছিনতাইয়ের ঘটনায় মামলা

 


পূর্ব শত্রুতার কারনে উঠতি বয়সের সন্ত্রাসীরা সদর থানার বিমান বন্দর বাইপাস সড়কের ইংলিশ মিডিয়ার স্কুলের সামনে দুই সহোদরকে এলোপাতাড়ী মারপিট করে নগদ ৩০ হাজার টাকা ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার বিকালে মামলাটি করেন, উপশহর সারথী মিল মোড় এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে আহত দুই সহোদরের পিতা সাকিরুল কবির রিটন।

মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮জন উল্লেখ করেন। মামলায় আসামীরা হচ্ছে,উপশহর খাজুরা বাসস্ট্যান্ড প্লটের মঞ্জুর রশিদ স্বপনের ছেলে আবরার রশিদ ¯্রষ্টে,উপশহর সি ব্লক বাসা নং ৭৪ এর শেখ সুলতানুজ্জামান মিলনের ছেলে সানজিদ সুলতান শেখ,শহরের পারবাড়ী পাওয়ার হাউসপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন ওরফে আবির,উপশহর ট্রাক স্ট্যান্ড সালভেশন আার্মির সামনে কামরুজ্জামানের ছেলে পরশ আহমেদ, উপশহর বি ব্লকের আব্দুল কাদের এর ছেলে কাইফ,নিরালাপট্টি রোডের নোভা হাসপাতাল সংলগ্ন ভবনের তাসফিক ও ষষ্টিতলা পাড়ার তুর্য্যসহ অজ্ঞাতনামা ৭/৮জন।

মামলায় বাদি উল্লেখ করেন,আসামীরা বাদির বড় ছেলে সিহাব সারার দিপ্র (২০),ছোট ছেলে সাদমান সাকিব রাদ (১৭) এর পূর্ব পরিচিত। দুই ভাই প্রাইভেট কার যোগে গত ১ জানুয়ারী বিকালে বাড়ি হতে বিমান বন্দরে ঘুরতে যাওয়ার সময় বিকাল ৫ টায় বিমান বন্দর বাইপাস সড়কের ইংলিশ মিডিয়ার স্কুলের সামনে পৌছানো মাত্রই পূর্ব হতে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামীসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮জন আসামীরা বাদির দুই ছেলের প্রাইভেট কারের গতিরোধ করে। আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে জেআই পাইপ,লোহার রড দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ীভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় দিপ্র’র কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও সাদমান সাকিব রাদের কাছে থাকা স্যামসাং কোম্পানীর ৭৫ হাজার টাকা মুল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাদির দুই ছেলের ডাক চিৎকারে আশপাশে থাকা লোকজন আসলে আসামীরা বাদির দুই ছেলেকে প্রকাশে হত্যার হুমকী দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আহত দুই সহোদরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad