যশোরের লেডি চাকুবাজ খ্যাত কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য মুসকানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মুসকান লামিয়া যশোর শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্যার মেয়ে। শুক্রবার রাতে তাকে আটকের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, মুসকান শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী ও অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। মাদকের সাথে রয়েছে তাদের সংশ্লিষ্টতা। তার নেতৃত্বে অন্তত ২০/৩০ জন কিশোর রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। চুরি ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করেন না। সম্প্রতি যশোরে ঘরভাড়া নেয়ার কথা বলে পুরাতনকসবার সোহেলেকে ছুরিকাঘাত করে মুসকানসহ তার অন্যান্য সহযোগিরা। এঘটনায় মামলাও হয়। এছাড়াও মুসকান একাধিকবার মাদক নিয়ে আটক হয়েছে। সেসময় তার কাছথেকে উদ্ধার করা হয়েছে চাকুও। এছাড়া একটি মারামারি মামলায় তিনি দির্ঘদিন পলাতক ছিলেন। সে মামলায় তাকে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment