সারাদেশে লটারিতে ওসি বদল, কোন ওসি কোন থানায়, দেখুন এখানে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Tuesday, December 2, 2025

সারাদেশে লটারিতে ওসি বদল, কোন ওসি কোন থানায়, দেখুন এখানে



 এবার দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করে পদায়ন করা হয়েছে। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানিয়েছে। সম্প্রতি লটারিতে ৫২৭ থানায় তাদের পদায়ন করা হয়েছে। 

পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় লেখা রয়েছে প্রস্তাবিত। এর মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। তাদের মধ্যে ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানা, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জে চার জেলায় ৩৬, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ থানা, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। আর রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই এ পদক্ষেপ নেওয়পা হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য এভানে পদায়নের আগে ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। দেশে মোট থানা আছে ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি রয়েছে।

জানা গেছে, মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার জন্য লটারি হবে না। এসব থানায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন কমিশনাররা। গত ২৬ নভেম্বর লটারির মাধ্যমে পদায়ন করা হয় ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি)।

লটারিতে পদায়ন হওয়ায় ৫২৭ থানার ওসির তালিকা দেখুন এখানে।

No comments:

Post a Comment

Post Bottom Ad