১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮ টাকা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Tuesday, December 2, 2025

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮ টাকা


 

চলতি ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। দাম বেড়েছে ৩৮ টাকা। নভেম্বর কমেছিল ২৬ টাকা।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন। সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

২০২১ সালের এপ্রিল থেকে সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৪ টাকা ৪১ পয়সা। গত মাসে তা ছিল ১০১ টাকা ২৪ পয়সা। কেজিতে বেড়েছে ৩ টাকা ১৭ পয়সা। এই হিসাবে সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার এক হাজার ৩০৫ টাকা, ১৫ কেজির এক হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজি এক হাজার ৬৭১ টাকা, ১৮ কেজি এক হাজার ৮৮০ টাকা, ২০ কেজি দুই হাজার ৮৮ টাকা, ২২ কেজি দুই হাজার ২৯৮ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬১০ টাকা, ৩০ কেজি তিন হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম চার হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে তা ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ২১৬ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২২৩ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতিটন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৮৫ মার্কিন ডলার । এলপিজিতে  প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতিটন ৪৮৮ দশমিক ৫০ মার্কিন ডলার আসে। এ অনুসারে ডিসেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad