যশোর দড়াটানায় নারীর নেতৃত্বে ছিনতাইয়ের অভিযোগ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Tuesday, December 23, 2025

যশোর দড়াটানায় নারীর নেতৃত্বে ছিনতাইয়ের অভিযোগ

 


যশোর শহরের দড়াটানা এলাকায় এক যুবকের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মেহেদী হাসান ওরফে সবুজ নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় শাশুড়ির জন্য মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে শহরে আসার সময় দড়াটানা এলাকায় পৌঁছালে নুরপুর মাঠপাড়া গ্রামের শারমিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে।

পরবর্তীতে তাকে জোরপূর্বক ভৈরব হোটেলের পাশের নদীর পাড়ে নিয়ে গিয়ে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। এ সময় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও গলায় পরা সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর তিনি পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তরা ততক্ষণে পালিয়ে যায়। পরে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad