যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসনে চীনা প্রতিনিধি দল যশোরে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Tuesday, July 29, 2025

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসনে চীনা প্রতিনিধি দল যশোরে

 


যশোরের  ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সমাধান নিয়ে আলোচনা ও পর্যবেক্ষণের লক্ষ্যে চীনের চাংজিয়াং ওয়াটার রিসোর্স কমিশনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল যশোরে সরেজমিনে ভবদহ এলাকা পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যশোর সফর করেন। যশোর সার্কিট হাউজে আয়োজিত সভায় ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। পরে প্রতিনিধি দলটি ভবদহ ২১-ভেন্ট সুইচ গেট ও আগরহাটি-শৈলগাতী ব্রিজ এলাকা পরিদর্শন করে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। স্থানীয় প্রশাসন আশা করছে, চীনা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad