যশোরে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাদুকরকে আটক করেছে ডিবি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Sunday, July 27, 2025

যশোরে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাদুকরকে আটক করেছে ডিবি

প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকা পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে জাদুকরকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৭ জুলাই ২০২৫) রাত ১২টা ৪৫ মিনিটে যশোরের চৌগাছা থানার দেবীপুর বাজার সংলগ্ন ‘উই কেয়ার প্রোজেক্ট’ এর একটি আবাসন প্রকল্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অলক কুমার পিপিএম, এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন তিনি শ্রমিকের ছদ্মবেশে ওই আবাসন প্রকল্পে কাজ করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

তবে শেষ পর্যন্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

তার বিরুদ্ধে যেসব মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তা হলো:

  • সি আর ৪১৫১/২৪

  • সি আর ৪০৭৬/২৪

  • সি আর ১৯৬৩/২৪

  • সি আর ১৫৩৪/২৪

  • সি আর ৩৬৮৬/২৪

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃতের পরিচয়:

  • নাম: শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে জাদুকর (৫০)

  • পিতা: মৃত গোলাম কাউছার

  • মাতা: মৃত আনোয়ারা বেগম

  • ঠিকানা: খোলাডাঙ্গা, ধর্মতলা, থানা: কোতোয়ালী, জেলা: যশোর।

ডিবি পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad