তিন বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন রামনগর হাইস্কুল সংলগ্ন ক্যান্টিন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) অলক কুমার দে পিপিএম, এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান ও তাদের সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হোসেন মোল্লা (৬৫)। তিনি যশোরের কোতোয়ালী থানার রামনগর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত কালু মোল্লার পুত্র। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
তার বিরুদ্ধে জিআর নাম্বার ৫৬১/০৬ অনুযায়ী একটি মাদক মামলায় তিন বছরের সাজা রয়েছে এবং উক্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে অভিযানে অংশগ্রহণকারী দল তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment