যশোর জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Thursday, March 3, 2022

demo-image

যশোর জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

 

.com/img/a/

যশোর জিলা স্কুলে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। প্রধান শিক্ষক সোয়াইব হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) সেলিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) নারায়ণ চন্দ্র দেবনাথ ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান।

এর আগে  ১৯৭১ সালের সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ৩৫টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages