দেশে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পার হতেই এবার ভূমিকম্পে কাঁপলো গাজীপুর। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো তিন দশমিক তিন।
দেশে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পার হতেই এবার ভূমিকম্পে কাঁপলো গাজীপুর। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো তিন দশমিক তিন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত সহকারী নিজাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো গাজীপুরের বাইপাইল। এটি একটি মাইনর ভূমিকম্প।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে ঢাকায় চার জন, নরসিংদীতে পাঁচ জন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।
Copyright (c) BD ONLINE ZONE BD ONLINE ZONE All Right Reseved
No comments:
Post a Comment