যশোর শহরের মাইকপট্টি এলাকায় ফ্রিজ মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিন হোসেন (৫৫) নামে এক ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টেলিফোন অফিসের সামনে অবস্থিত সাইফুল ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে।
আহত শাহিন হোসেন বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মৃত মোসলেম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে ফ্রিজের গ্যাস সিলিন্ডারের কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহিনের হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শাহিন বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা শঙ্কামুক্ত না হলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

No comments:
Post a Comment