ঝিকরগাছায় মোবাইল কোর্টের অভিযান: অস্বাস্থ্যকর খাদ্য রাখায় অর্থদণ্ড - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Monday, November 17, 2025

ঝিকরগাছায় মোবাইল কোর্টের অভিযান: অস্বাস্থ্যকর খাদ্য রাখায় অর্থদণ্ড


 

যশোরের ঝিকরগাছা উপজেলায় অস্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণ ও পরিবেশগত ত্রুটির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক প্রতিষ্ঠানে জরিমানা ও সতর্কতা জারি করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫) উপজেলার হাজিরালী মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ২৯ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর শিশু খাদ্য রাখার দায়ে একটি দোকানে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

এ ছাড়া মাগুরা ইউনিয়নে দুটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহারের প্রমাণ মেলে। এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সরোয়ার শোম্মো

অভিযানকে সফল করতে সহযোগিতা করেন ঝিকরগাছা থানা পুলিশের একটি চৌকস টিম এবং স্থানীয় জনগণ।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad