প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় ম্যানসেলসহ চারজনকে আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Sunday, March 5, 2023

প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় ম্যানসেলসহ চারজনকে আটক

 


যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এক কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ২ টার দিকে যশোর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি সুব্রত কবি শেখর জানান, আজ দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রের চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আলামিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আলামিনকে ডাক দিলে তিনি মেশিনটি অন না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তার সাথে থাকা লোকজন আলামিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়। এ সময় তার মোবাইলটিও কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তারা মোবাইলটি ফিরিয়ে দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমি এই মুহূর্তে থানায় আছি। এ বিষয়ে পরে কথা বলবো।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার অভিযোগের পর অভিযান চালিয়ে ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তা আটক ওপর তিনজনের নাম বলতে চাইনি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আটক অপর তিন শীর্ষ সন্ত্রাসীরা হচ্ছে ম্যানসেলের দেহরক্ষী মেহেদী, ভাইপো রাকিব ,ও সানী। এ সময় ম্যান্সেলের অপর দেহরক্ষী শীর্ষ সন্ত্রাসী জাফর পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad