যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Monday, February 24, 2025

যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মিছিলটি সোমবার বিকেলে শহরের লালদির্ঘিস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং যশোর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল,সদস্য সচিব রাজিদুর রহমান সাগর,সিঃযুগ্মআহবায়ক আলী হায়দার রানা সহ সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে মোস্তফা আমীর ফয়সালকে আহ্বায়ক, রাজিদুর রহমান সাগরকে সদস্য সচিব এবং আলী হায়দার রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad