তিন দশক পর ফিরেছে সিঁধেল চোর! আতঙ্কে গ্রামবাসী - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Friday, February 7, 2025

demo-image

তিন দশক পর ফিরেছে সিঁধেল চোর! আতঙ্কে গ্রামবাসী

 

05-2502071524-jpg-800%C3%97450--02-07-2025_08_07_PM
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জঙ্গলবাড়ী গ্রামে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল সনাতন পদ্ধতিতে সিঁধ কেটে তিনটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে।

স্থানীয়রা জানান, ফকির বাড়ির বাসিন্দা ও নতুন বাজারের ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন, একটি সোনার চেইন, নাকের নথ, দুটি স্বর্ণের আংটি, এক জোড়া নুপুর ও কানের দুল চুরি হয়েছে। এছাড়া, মোড়ল বাড়ির বাসিন্দা ও পোড়াবাড়ি বাজারের ব্যবসায়ী নাজমুল হোসেনের বাড়ি থেকে চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। মেম্বার বাড়ির মৃত আব্দুল জলিলের ঘর থেকেও এক লক্ষ টাকা, সোনার গয়না ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে।

ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নব্বইয়ের দশকে এ ধরনের ঘটনা দেখা গেলেও পরবর্তীতে এ যাবৎকাল চুরির এমন ঘটনা ঘটেনি বলে জানান গ্রামের মানুষ।

স্থানীয় বাসিন্দা নাজমুল হুদা (২৮) বলেন, "এভাবে সিঁধ কেটে চুরির ঘটনা আমাদের এলাকায় বহু বছর হয়নি। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার।"

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, "চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।"

এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages