গতকাল (১৯ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ২টার দিকে যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া এলাকায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ আব্দুর রশিদ রোকন (৪২), পিতা মৃত নজরুল ইসলাম, তার শ্যালক মোঃ রুহুল আমিন (৫৪)-এর ব্যবসা প্রতিষ্ঠানের ফিডের বাকির টাকা সংগ্রহ করে মোট ৮,৫৫,০০০/- (আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা নিয়ে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়ায় ফিরছিলেন।
এসময় আসামি মোঃ তরিকুল ইসলাম এবং মোঃ ফয়সাল হোসেন মোটরসাইকেল নিয়ে ভুক্তভোগীকে অনুসরণ করতে থাকে। তাদের সহযোগী হৃদয় এবং রাব্বি দেশীয় অস্ত্রসহ (হাসুয়া ও চাকু) উলাশী মাঠপাড়া এলাকায় অপেক্ষা করছিল। মোবাইল ফোনে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে তারা ভুক্তভোগীর অবস্থান নিশ্চিত করে।
ভুক্তভোগী যখন উলাশী মাঠপাড়ায় জনৈক তরিকুল ইসলামের বাড়ির সামনে পৌঁছান, তখন হৃদয় ও রাব্বি তার মোটরসাইকেলের গতিরোধ করে। আসামি হৃদয় হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভুক্তভোগীর বাম হাতে কোপ মেরে গুরুতর জখম করে এবং মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর তারা ভুক্তভোগীর সঙ্গে থাকা নগদ ৮,৫৫,০০০/- টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সালকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পালিয়ে যাওয়া তরিকুল এবং রাব্বিকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৮,০৩,০০০/- (আট লক্ষ তিন হাজার) টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা:
১. মোঃ হৃদয় হোসেন @ ফরহাদ (২৪), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-কলাগাছি (মাঝেরপাড়া), থানা-ঝিকরগাছা।
2. মোঃ তরিকুল ইসলাম (২৮), পিতা-মৃত সামছুর রহমান, সাং-কলাগাছি (মাঝেরপাড়া), থানা-ঝিকরগাছা।
3. মোঃ রাব্বেল @ রাব্বি (২১), পিতা-মৃত বেল্লাল হোসেন, সাং-ইসলামপুর (মধ্যপাড়া), থানা-শার্শা।
4. মোঃ ফয়সাল হোসেন (২০), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-চান্দেরপুল, থানা-ঝিকরগাছা।
উদ্ধারকৃত মালামাল:
১. নগদ ৮,০৩,০০০/- (আট লক্ষ তিন হাজার) টাকা।
২. ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া ও একটি বার্মিজ চাকু।
ভুক্তভোগীর শ্যালক মোঃ রুহুল আমিন (৫৪) বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৯, তারিখ-১৯/০২/২০২৫, ধারা-৩৯৪/৪১২ পেনাল কোড)।
শার্শা থানা পুলিশের দ্রুত অভিযানে পুরো ছিনতাই চক্র গ্রেফতার এবং লুণ্ঠিত টাকার বেশিরভাগই উদ্ধার সম্ভব হয়েছে।
No comments:
Post a Comment