প্রাচীনকাল থেকে কালিজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি শুধু একটি মসলা নয়, বরং আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসায়ও কালিজিরার বহুল ব্যবহার রয়েছে। কালিজিরার বীজ থেকে প্রাপ্ত তেল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে রয়েছে ফসফেট, আয়রন ও ফসফরাস।
হাদিসে কালিজিরার গুরুত্ব
রসুলুল্লাহ সা. বলেন, কালিজিরায় সকল প্রকার রোগের উপশম আছে, তবে মৃত্যু ব্যতীত। (মুসলিম, হাদিস: ৫৬৫৯)। সাহাবায়ে কেরামও কালিজিরার ব্যবহার সম্পর্কে পরামর্শ দিয়েছেন। খালিদ ইবনে সাদ রা. বলেন, আমরা (যুদ্ধ অভিযানে) বের হলে গালিব ইবনে আবজার অসুস্থ হয়ে পড়েন। মদিনায় ফিরে আসার পর তাঁকে ইবনে আবি আতিক দেখতে আসেন এবং বলেন, কালিজিরার কয়েকটি দানা পিষে তাতে জয়তুনের তেল মিশিয়ে নাকের ছিদ্র দিয়ে প্রবিষ্ট করালে উপকার পাওয়া যাবে (বুখারি, হাদিস: ৫৬৮৭)
আধুনিক বিজ্ঞানে কালিজিরার উপকারিতা
কালিজিরার উপকারিতা নিয়ে আধুনিক গবেষণাও একে কার্যকর প্রতিষেধক হিসেবে চিহ্নিত করেছে। একাধিক গবেষণায় দেখা গেছে, এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক কেরটিন ও বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান।
কালিজিরার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা
No comments:
Post a Comment