যশোর শার্শা সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Saturday, October 15, 2022

যশোর শার্শা সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

 

যশোরের শার্শা সীমান্তের অগ্র ভুলোট এলাকা থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণবার উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় পাচারকারী স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়।

বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্র ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন তিন ব্যক্তিকে গতি রোধ করা হয়। এসময় তাদের মধ্যে থেকে এক জনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপদিয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। এসময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।

বিজিবি জানান ,উদ্ধার হওয়া সোনার মূল্য আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা। পাচারকারীকে আটকের চেষ্টা চলছে বলে জানান ২১ বিজিবি কমান্ডিং অফিসার।

No comments:

Post a Comment

Post Bottom Ad