আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার ৫ টি মোটরসাইকেল উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Tuesday, September 14, 2021

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার ৫ টি মোটরসাইকেল উদ্ধার


 যশোর জেলা  ডিবি পুলিশের অভিযানে  মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে

পাঁচটি চোরাই মোটরসাইকেল, দুইটি মাষ্টার চাবি, মোটরসাইকেল পাঠানোর কুরিয়ারের কপি উদ্ধার  করা হয়েছে। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  জেলা  ডিবি পুলিশের  ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে কোতয়ালী মডেল থানা এলাকায় এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,  সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চিংড়ীখালী এলাকার মজিদ সরকার ওরফে মজিদ গাজীর ছেলে আলামিন ওরফে আলমগীর (৪০), যশোর জেলার বাঘারপাড়াথানার খানপুর এলাকার ছমির বিশ্বাসের ছেলে খাইরুল ইসলাম কাজল ওরফে কাজল বিশ্বাস (৫৬), এবং চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানার কাউন্সিলপাড়া এলাকার মৃত-মনির হোসেনের ছেলে সোহানুর রহমান তমাল ওরফে মামুন (২৮), ও একই থানার রাজাপুর মল্লিকপাড়া এলাকার শওকত আলী ওরফে শকোর ছেলে সাদ্দাম হোসেন (২৮)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলাসহ আশপাশ জেলা সমূহে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি ক্রয়- বিক্রয় করে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দুইটি অস্ত্র, দুইটি হত্যা, একটি মাদক, নয়টি মোটরসাইকেল চুরি মামলাসহ ১৪টি মামলা ও ওয়ারেন্ট মূলতবী রয়েছে। এবং সাদ্দামের বিরুদ্ধে ১টি অস্ত্র, ১টি মাদক, ৩টি মোটরসাইকেল চুরি মামলাসহ ০৫টা মামলা রয়েছে ও খাইরুল ইসলাম সবুজের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলাসহ ৩টি মামলা, সোহানুর রহমান তমালের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ০৫টি মোটরসাইকেল চুরি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad