যশোরে বার্মিজ চাকু মোটরসাইকেলসহ কিশোর গ্যাং এর ৩ সদস্য আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Saturday, November 2, 2024

যশোরে বার্মিজ চাকু মোটরসাইকেলসহ কিশোর গ্যাং এর ৩ সদস্য আটক

 

শুক্রবার রাতে যশোর ডিবি পুলিশের অভিযানে শহরের রেলগেট তেতুলতলা এলাকা থেকে দুইটি বার্মিজ চাকু ও একটি মোটর সাইকেলসহ তিন কিশোর গ্যাং এর সদস্য ছিনতাইকারীকে আটক করেছে। যশোরের পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহমেদের নির্দেশে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম হাওলাদার অভিযানে নেতৃত্ব দেন।

এসময় তার সহযোগী হিসেবে ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলাম,এসআই রাজেশ কুমার দাশ,এএসআই সৈয়দ শাহিন ফরহাদ,এএসআই মোজাম্মেল হোসেন,এএসআই সৈয়দ শাহিন ফরহাদ শহরের রেলগেট তেতুলতলার এস.এস.থাই এ্যালুমিনিয়াম এন্টারপ্রাইজ দোকানের সামনে থেকে শহরের ঘোষপাড়া এলাকায তরিকুল ইসলামের ছেলে নাবিল(২০),আহাদ আলীর ছেলে দিনার সরকার(২০)ও ও মইন শেখের ছেলে আলামিনকে (২০)২টি বার্মিজ চাকু১টি মটরসাইকেল সহ আটক করেন।

এঘটনায় ডিবির এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad