টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Friday, November 8, 2024

টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল


 

অনিয়ম পাওয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ–টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল করা হয়েছে। হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রুপান্তর করতে গিয়ে উঠে এসেছে এ তথ্য। তবে নানা জটিলতায় সব কার্ড স্মার্ট কার্ডে রুপান্তর করা সম্ভব হয় নি, তাই এখনও আগের হাতের লেখা কার্ডেই টিসিবির পণ্য বিতরণ করতে হচ্ছে। 

আজ শনিবার তেঁজগাওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। 

তিনি জানান, ১ কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক ব্যক্তি পণ্য পাচ্ছে। স্থানীয় প্রশাসন বা জনপ্রনিধিরা না থাকায় ভোক্তা পর্যায়ে পণ্য ঠিক মত পৌছাচ্ছে কি না তাও সঠিক ভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না।

রমজানে টিসিবির ৫ টি পণ্য তেল, চিনি, ছোলা, খেজুর, ডাল বিক্রি করা হবে। আর সিটি কর্পোরেশনের বাইরে খেজুর বাদে ৪ টি পণ্য বিক্রি হবে। কার্ডের বাইরেও ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭০ টি পয়েন্টে ২৪ হাজারের বেশি মানুষ পণ্য কিনতে পারবে। প্রতি ট্রাকে ৩৫০ জনকে দেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad