ভবদহ পানিবন্দি মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Thursday, November 14, 2024

ভবদহ পানিবন্দি মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন

 

যশোরের অভয়নগর উপজেলার ভবদহ পানিবন্দি মানুষের সাহায্যার্থে ফ্রি মেডিকল ক্যাম্প অনুষ্টিত হয়েছে । আজ সকালে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদে ক্যাম্পটি উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জেন ডাঃ মাহমুদুল হাসান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি মেডিকেল অফিসার ডা.মো: মিজানুর রহমানের নের্তৃত্বে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসারা। তিনি বলেন, সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় অসহায় পানিবন্দিকে প্রয়োজনীয় ১৬ প্রকার ওষুধ সহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সিভিল সার্জেন ডাঃ মাহমুদুল হাসান বলেন,“ পানিবন্দি মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। আমাদের সাধ্যমত তাদের পাশে দাড়ানো উচিত। সেই বিবেচনায় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছ্।ে যাতে এলাকার মানুষ সহজে চিকিৎসা সেবা পেতে পারে।

No comments:

Post a Comment

Post Bottom Ad