স্নাতক ভর্তিচ্ছুদের জন্য ছাত্রলীগের দশ উদ্যোগ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, May 11, 2023

স্নাতক ভর্তিচ্ছুদের জন্য ছাত্রলীগের দশ উদ্যোগ

 


দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দশটি উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। এসব উদ্যোগ বাস্তবায়নে সাংগঠনিক ইউনিটগুলোকে নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রলীগের গৃহীত উদ্যোগগুলো হচ্ছে–

১. প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্ৰ স্থাপন।

২. শিক্ষার্থী পরিবহনের 'জয় বাংলা বাইক সার্ভিস' সুবিধা।

৩. অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা।

৪. সুপেয় পানির ব্যবস্থা।

৫. কেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক।

৬. শিক্ষার্থীদের ব্যবহৃত জিনিস ও মোবাইল সংরক্ষণ।

৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ।

৮. মাস্ক ও কলম বিতরণ।

৯. প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।

১০. ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজন সাপেক্ষে আবাসনের ব্যবস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চলমান ভর্তি পরীক্ষা মেধাভিত্তিক, প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।

একই সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad