গণস্বাস্থ্যের কিট নিয়ে যা বলল ওষুধ প্রশাসন অধিদপ্তর - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Monday, April 27, 2020

গণস্বাস্থ্যের কিট নিয়ে যা বলল ওষুধ প্রশাসন অধিদপ্তর

করোনা টেস্ট কিট উৎপাদন বাধাগ্রস্ত করা হয়েছে বলে গণস্বাস্থ্যের অভিযোগ সত্য নয়। সরকার শুরু থেকে সহযোগিতা করছে, এখনো করতে প্রস্তুত বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

করোনা টেস্ট কিট নিয়ে সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যে কোনো আবিষ্কারের বিষয়টি পরীক্ষা শেষেই যথাযথ অনুমোদন নিতে হয়। সেটি না করেই হন্তান্তর অনুষ্ঠান করা হয়েছে। গণস্বাস্থ্যের হস্তান্তর অনুষ্ঠানটি মূল কিটের ছিল না। সেটি ছিল পরীক্ষামূলক কিটের হস্তান্তর। কিট তৈরির পুরো প্রক্রিয়া শেষেই হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে ঘুষ দেয়ার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ড. জাফরুল্লাহ'র বক্তব্য আপত্তিকর। অসত্য তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরকে হেয় প্রতিপন্ন করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad