জেলা ইমাম পরিষদের তথ্য যশোরে এবারের সর্বনিম্ন ফিতরা 60 টাকা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Thursday, April 30, 2020

জেলা ইমাম পরিষদের তথ্য যশোরে এবারের সর্বনিম্ন ফিতরা 60 টাকা

যশোরের বড় বাজার, রেল বাজার, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বাজার যাচাই পূর্বক এবারের ফিতরা আটা হিসেবে 60 টাকা, খেজুর হিসাবে 825 টাকা, কিসমিস হিসাবে 1320 টাকা এবং যাকাতের নিসাব 49 হাজার 875 টাকা ধার্য করা হয়েছে।

জেলা ইমাম পরিষদ যশোর এবং যশোর জেলা ফাতোয়া বোর্ডের যৌথ পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

উল্লেখ্য, ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক সামর্থবান মুসলমানকে ফিতরা আদায় করতে হয়। নাবালক ছেলেমেয়েদের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা আদায় করতে হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad