ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে ‘মুসলিম কর্মী’ বরখাস্ত! - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Monday, April 7, 2025

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে ‘মুসলিম কর্মী’ বরখাস্ত!

 


ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে বিদ্যুৎ বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মীকে ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

 প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই কর্মীকে চাকরিচ্যুত করে উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগ।
 
স্থানীয় কর্মকর্তাদের মতে, কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত সাকিব খান নামের ওই ব্যক্তি গত ৩১ মার্চ ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। 

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমারের বরাত দিয়ে পিটিআই জানায়, এই ঘটনাকে ‘দেশবিরোধী’ হিসেবে দেখা হয়েছে এবং বিভাগ (বিদ্যুৎ) তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।
 
সঞ্জীব কুমার বলেন, ‘কৈলাসপুর পাওয়ার হাউসের চুক্তিভিত্তিক কর্মী সাকিব খান ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এর একটি ছবি পোস্ট করেছিলেন। বিষয়টি বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানিকে একটি চিঠি দিয়ে সাবিক খানকে চাকরি থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়।’

No comments:

Post a Comment

Post Bottom Ad