যশোরে মধ্যরাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Sunday, April 27, 2025

যশোরে মধ্যরাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের


 

যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে মধ্যরাতে কথা আছে বলে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে (৩৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বাপ্পি হোসেনের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নারী নিজেই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় বলা হয়েছে, ভুক্তভোগী নারীর স্বামী বিদেশে কর্মরত। তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করেন। প্রতিবেশী হওয়ায় বাপ্পি হোসেন ও তার পরিবারের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল, এবং বাপ্পি ভুক্তভোগীকে ‘মামি’ বলে সম্বোধন করতেন।

ঘটনার বিবরণে জানা যায়, ১৬ এপ্রিল রাত ১০টার দিকে খাবার শেষ করে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। রাত প্রায় পৌনে ১২টার দিকে বাপ্পি হঠাৎ বাড়ির দরজায় কড়া নাড়ে এবং জরুরি কথা আছে বলে জানায়। সরল বিশ্বাসে দরজা খুলে দেন তিনি। ঘরে ঢুকেই বাপ্পি মুখ চেপে ধরে পাশের রুমে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় বাপ্পি।

পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ভুক্তভোগী। তবে পরিবার থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় অবশেষে তিনি নিজেই থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, "প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি বাপ্পি হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই আসামিকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad