যশোরের ট্রাফিক পুলিশকে মারপিটের অভিযোগে সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আটক - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Saturday, March 1, 2025

demo-image

যশোরের ট্রাফিক পুলিশকে মারপিটের অভিযোগে সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আটক

453706e7ded21414f307cd412636e9977aa47aca036a1eb7-jpg-1920%C3%971080--03-02-2025_12_12_AM


যশোরে এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতা আটক করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) রাত ৮টার দিকে তাকে আটক করে পুলিশ।

আটক শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে।


জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম (কন্সটেবল নম্বর ১৭১১) শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন ইসলাম। রাস্তায় যানজট তৈরি হলে তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন পুলিশ সদস্য শরিফুল ইসলাম। এসময় শাওন তার সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। দুই জনের তর্কাতর্কির একপর্যায়ে শাওন ঘুষি মেরে ট্রাফিক সদস্য শরিফুলের নাক ফাটিয়ে দেন। এসময় পথচারীরা জড়ো হয় তাকে রক্ষা করে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন‌ সদস্য সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করে এবং তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। মামলা নং ৪, তাং ০১.০৩.২৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages