যশোরে তরুণীকে গণধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Monday, March 17, 2025

demo-image

যশোরে তরুণীকে গণধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4-%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD-03-18-2025_01_32_AM


যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশে ক্রমাগত ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজকে অস্থির করে তুলছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। বক্তৃতায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন লিখন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা প্রমুখ।

গত রবিবার (১৭ মার্চ) বিকেলে যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এক তরুণী গণধর্ষণের শিকার হন। ঘটনার পরপরই ৯৯৯-এ ফোন পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিকরগাছা গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন এবং আমিনুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী ওই তরুণী মণিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামে থাকেন। তিনি বেনাপোল থেকে খালার বাড়ি থেকে ফেরার পথে গদখালি বাজারে নামেন। পরে ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে চার যুবকের সঙ্গে তার পরিচয় হয়। তারা তাকে ফুলবাগান দেখানোর কথা বলে পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পরে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণী চারজনকে আসামি করে মামলা করেছেন। আজ বিকেলে অভিযুক্তদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।

এই নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages