যশোর বারান্দীপাড়া থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Tuesday, September 10, 2024

যশোর বারান্দীপাড়া থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার

 


যশোর শহরের বারান্দীপাড়ার ভৈরব নদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটায় খবর পেয়ে পুলিশ এ অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই মিহির মন্ডল অজ্ঞাত আসামি দিয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তার কাছে খবর আসে বারান্দীপাড়া ঢাকা ব্রিজের পূর্বপাশে ভৈরব নদের পাড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা দুইটি অস্ত্র ফেলে পালিয়েছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম সেখানে যান। পরে ওই দুইটি অস্ত্র উদ্ধার করেন।

তিনি আরও জানান এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া ওই অস্ত্র কার কাছে ছিলো এমনকি কী কাজে ব্যবহার হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad